NBlive রায়গঞ্জঃ বাড়ির পাশের আমগাছে মায়ের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হওয়ার খবর পাওয়ার ফলে মাধ্যমিকে ইংরেজি পরীক্ষা দেওয়া সম্ভব হলো না মেয়ের। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার লৌউজগ্রাম এলাকায়। মৃত ওই গৃহবধূর নাম পদ্মারানী দাস(৩৯)। আত্মহত্যা নয়, খুন করা হয়েছে মাকে। মৃতদেহ উদ্ধারের পর এমনই অভিযোগ করেন পদ্মারানী দাসের মেয়ে জ্যোৎস্না দাস। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।
জানা গেছে, রায়গঞ্জের লৌউজগ্রামের বাসিন্দা পদ্মারানী দাস এক ছেলে ও এক মেয়েকে নিয়ে সংসার করতেন। ভিন রাজ্যে কাজে গিয়ে তাঁর স্বামী নিখোঁজ হয়ে যাওয়ার ফলে দুই ছেলে মেয়ের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন তিনি। মেয়ে জ্যোৎস্না দাস এবারের মাধ্যমিক পরীক্ষার্থী।
জ্যোৎস্নার দাবী , সকালে ঘুম থেকে উঠে মাকে খুঁজে না পেয়ে বাড়ির বাইরে যেতেই পাশের একটি আমগাছে ঝুলন্ত অবস্থায় মায়ের মৃতদেহ দেখতে পাই। জ্যোৎস্নার অভিযোগ, প্রতিবেশী স্বপন দাস তাঁর মাকে খুন করে ঝুলিয়ে দিয়েছে। জ্যোৎস্নার আরও অভিযোগ, বেশ কিছুদিন থেকেই স্বপন দাস তাঁর মাকে উত্যক্ত করত। নিষেধ করা হলেও সোমবার রাতে স্বপন দস বাড়িতে এসেছিল। এরপরেই এদিন সকালে মায়ের মৃতদেহ উদ্ধার হয়।
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় রায়গঞ্জ থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে রায়গঞ্জ জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।