Archiveইসলামপুর

ইসলামপুরে সড়ক দুর্ঘটনায় মৃত মহিলা সিভিক কর্মী

 

NBlive ইসলামপুরঃ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলো এক মহিলা সিভিক ভলান্টিয়ার কর্মীর। বুধবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার মাঝিয়ালি রাজ্য সড়কের উপর। মৃত ওই মহিলা সিভিক কর্মীর নাম রোশনারা বেগম। জানা গেছে, অটোয় চেপে মাঝিয়ালি যাচ্ছিলেন কাজে যোগ দিতে। এরপরই ভরতগছ এলাকায় আচমকাই ওই অটোটি উলটে নয়ানজুলিতে পড়ে যায়। অটোর তলায় চাওয়া পড়েন রোশনারা। স্থানীয় বাসিন্দারা রোশনারাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক থাকায় তাঁকে ইসলামপুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে রোশনারাকে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করে। দুর্ঘটনায় গুরুতর জখম ওই অটোর চালকও চিকিৎসাধীন ইসলামপুর হাসপাতালে।

 

Related News

Back to top button