NBlive কালিয়াগঞ্জঃ তৃণমূল প্রার্থীর বাড়িতে বোমা ছোঁড়ার অভিযোগকে ঘিরে উত্তেজনা কালিয়াগঞ্জ ব্লকের মালিগাঁও গ্রাম পঞ্চায়েত ধুবাইল বুথ এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। পরিস্থিতি সামাল দিতে এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট।
জানা গেছে, রবিবার রাতে তৃণমূল কংগ্রেসের ওই এলাকার প্রার্থী আজেমা খাতুন প্রচার সেরে বাড়ি ফেরার পর তাঁর বাড়ি উদ্দেশ্য করে কংগ্রেসের দুষ্কৃতীরা বোমা ছোড়ে। ওই এলাকার তৃণমূল নেতাদের অভিযোগ বেশ কিছুদিন থেকেই তৃণমূল কর্মীদের হুমকি দিয়ে যাচ্ছিল। এরপরেই পরিকল্পিত ভাবে বোমা ছোড়ে কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা।
তৃণমূল প্রার্থীআজেমা খাতুনের পরিবার ও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কালিয়াগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। কংগ্রেস অভিযোগ অস্বীকার করে বোমাবাজির ঘটনা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দের কারণে ঘটছে বলে জানিয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট। ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াগঞ্জ থানার পুলিশ।