Archiveউৎসব

গণেশ পূজা মধ্যে দিয়েই মায়ের আগমনী ধ্বনি শিলিগুড়িতে

Nblive শিলিগুড়িঃ পূজার আমেজে ভেসে উঠল শহর শিলিগুড়ি। গনেশ পূজার মধ্যে দিয়েই হল শুভ সূচনা। বাঙালীর বারো মাসের তেরো পার্বনের মধ্যে অন্যতম এই গনেশ পূজা।

শহর শিলিগুড়িতে কমবেশী প্রায় ত্রিশটি জায়গায় গনেশ পূজা আয়োজিত হয় বিশাল আয়োজনে। এর মধ্যে অন্যতম শিলিগুড়ির কলেজ পাড়ার গনেশ পূজা, তিনবাত্তি মোড় এলাকার গনেশ পূজা, বিধান রোড সংলগ্ন ডুয়ার্স বাসস্ট্যান্ডের পূজা, আশ্রম পাড়ার গনেশ পূজা সহ একাধিক।

এদিন গনেশ পূজার শুরুর দিনে কলেজ পাড়ার পূজার শুভ উদ্বোধনে উপস্থিত হন মন্ত্রী গৌতম দেব। তাঁর হাত ধরেই শুরু হয় পূজার নির্ঘন্ট। প্রথমে ফিতে কাটা ও পরে প্রদীপ প্রজ্জ্বোলনের মাধ্যমে এই সূচনা করেন মন্ত্রী।

Related News

Leave a Reply

Back to top button