NBlive রায়গঞ্জঃ রাজ্যের গ্রন্থাগার গুলিতে কর্মী সঙ্কট দূর করতে ৩২০০ চুক্তিভিত্তিক কর্মী নেওয়ার চিন্তাভাবনা গ্রন্থাগার বিভাগে। সোমবার মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার গ্রন্থাগার নিয়ে রায়গঞ্জ কর্ণজোড়ার বিবেকানন্দ সভাগৃহে এক রিভিউ বৈঠকে এসে এমনই জানালেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। তিনি বলেন, কর্মী সঙ্কট দূর করতে ৩২০০ শূন্য পদে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করতে চলেছে রাজ্য। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও অর্থমন্ত্রীর কাছে এই বিষয়ে ফাইল পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, গ্রন্থাগারে পাঠকের সংখ্যা বৃদ্ধি করতে এবং ডিজিটাল রূপ দিতে একাধিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বাতানুকূল পাঠগৃহ, আধুনিক শৌচাগার, শিশুদের জন্য চিল্ড্রনস কর্ণার সহ একাধিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী। সূত্রের খবর, রাজ্যের মোট ২৪৮০ টি গ্রন্থাগারের মধ্যে প্রায় ৩০০টি গ্রন্থাগারই বন্ধ হয়ে রয়েছে কর্মী সঙ্কটের জেরে। ফলে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করলে সেই সমস্যা দূর হবে বলেই মনে করছে গ্রন্থাগার বিভাগ।