Archiveইসলামপুর

ছেলেকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হলো বাবার, চাঞ্চল্য ইসলামপুরে

 

NBlive ইসলামপুরঃ ছেলেকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হলো বাবা। ঘটনাটি ঘটেছে ইসলামপুরের ধনতলা বাজার এলাকায়। ঘটনায় মৃত ব্যক্তির নাম মহম্মদ জয়নাল। এদিকে প্রকাশ্য দিনের আলোতে বাজারের মধ্যে এমন দুষ্কৃতী তান্ডবের প্রতিবাদে ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান ওই বাজারের ব্যবসায়ীরা। ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইসলামপুরের ধনতলা বাজার এলাকায় মাংসের ব্যবসায়ী মোন্তাজ আলমের দোকানের সামনে বহিরাগত এক যুবক দোকান আটকে মোটরবাইক রাখলে দোকান মালিক মোন্তাজ আলমের সাথে বচসা বাধে ওই যুবকের। বচসা হাতাহাতিতে গড়ায়। অভিযোগ, এরপরেই ফোন করে বেশ কয়েকজন দুষ্কৃতীকে ডেকে নিয়ে আসে ওই মোটর বাইক চালক।

শুরু হয় এলোপাথাড়ি গুলি । এরই মাঝে মোন্তাজকে বাঁচাতে আসে তাঁর বাবা মহম্মদ জয়নাল। দুষ্কৃতীদের ছোড়া গুলিতে জখম হন তিনি। গুরুতর জখম অবস্থায় জয়নালকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পরে ধনতলা এলাকায়। আতঙ্কে বন্ধ হয়ে যায় ধনতলা বাজার। প্রকাশ্য দিবালোকে ব্যস্ততম বাজার এলাকায় দুষ্কৃতীদের এলোপাথাড়ি গুলি ও এক ব্যবসায়ীর মৃত্যুর ঘটনার প্রতিবাদে এলাকার ব্যবসায়ীরা ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে। ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার বিশাল পুলিশবাহিনী।

Related News

Back to top button