Archiveরায়গঞ্জ

ছেলের হাতে খুন মা, চাঞ্চল্য ইসলামপুরে

NBlive ইসলামপুরঃ মাকে শ্বাসরোধ করে খুন করল ছেলে। এমন অভিযোগেই চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার আগডিমটি খুন্তি এলাকার খাড়িপাড়া গ্রামে। মৃত ওই মহিলার নাম জেইগুন নিসা(৬০)।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ইসলামপুর থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। পুলিশ ঘটনায় মৃতের ছেলে সাহেদ আলমকে গ্রেফতার করেছে।

মৃতার আরেক ছেলে মঞ্জুর আলম বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় দাদা সাহেদ আলম শিলিগুড়ি থেকে বাড়ি ফিরেই মায়ের সাথে বিবাদে জড়িয়ে পড়ে। মাঝ রাতে মারধোর করার আওয়াজ শুনে দরজা ভেঙে ঘরে ঢুকতেই দেখি মাকে শ্বাসরোধ করে রেখেছে দাদা। মঞ্জুরের দাবী সাহেদ দীর্ঘদিন থেকেই মানসিক রোগে আক্রান্ত। কিন্তু কী কারণে সে এই কাজ করল সেই বিষয়ে কিছু জানেনা বলেই জানিয়েছেন মঞ্জুর।

Related News

Back to top button