NBlive রায়গঞ্জঃ ৩৪ নম্বর জাতীয় সড়কে টোটো উলটে জখম চার যাত্রী। ঘটনাটি ঘটেছে করণদিঘির টুঙিদিঘি এলাকায়। আহতদের করণদিঘি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। জানা গেছে, করণদিঘির ঝাড়বাড়ি থেকে টুঙ্গিদিঘির হাটে যাচ্ছিলেন চারযাত্রী। টুঙ্গিদিঘি পেট্রোলপাম্পের সামনে আসতেই আচমকাই টোটো চালকের অন্যমনস্কতার কারণে জাতীয় সড়কের ধারে উলটে যায় টোটো। এরপরেই আহতদের চিকিৎসার জন্য স্থানীয়রা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়।