NBlive রায়গঞ্জঃ শিল্পসাহিত্য, ক্রীড়া, সংস্কৃতি, বিজ্ঞানচর্চা সহ একাধিক বিষয়ে রায়গঞ্জ সহ উত্তর দিনাজপুর জেলার কৃতি ছাত্র-ছাত্রী, কবি সাহিত্যিকদের সম্বর্ধনা প্রদান করলেন রায়গঞ্জের বিধায়ক মোহিত সেনগুপ্ত। মঙ্গলবার রায়গঞ্জের ইন্সটিটিউট মঞ্চে এক অনারম্বর অনুষ্ঠানে জেলার কৃতিদের হাতে সম্বর্ধনা তুলে দেন বিধায়ক।
এদিনের অনুষ্ঠানে কৃতিদের পাশাপাশি শারীরিক প্রতিবন্ধকতাকে হার মানিয়ে সাফল্যের সাথে এগিয়ে চলা রায়গঞ্জের সোনু গুপ্তাকেও সম্বর্ধনা প্রদান করেন মোহিত বাবু। তাঁর আগামী জীবনের সাফল্য কামনা করে সোনুর হাতে ১০০০০ হাজার টাকা তুলে দেন তিনি। এছাড়াও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে সাফল্য অর্জনকারী জেলার কৃতি জয়ত্রী পাল, জয় মন্ডল, অনিরুদ্ধ চক্রবর্তী, সুমধুরা বিশ্বাস, রুপম পাল, মহম্মদ তৌফিক ও সায়ন কুমার দাসকে শুভেচ্ছা জানিয়ে সম্বর্ধনা দেন মোহিত বাবু।
শিক্ষার পাশাপাশি এদিন ক্রীড়া ক্ষেত্রে রায়গঞ্জের দুই নক্ষত্র ডেইজি দাস ও সোনিয়া বৈশ্যর হাতেও উপহার তুলে দেন মোহিত বাবু। এদিকে শিক্ষামূলক ভ্রমণে নাসাতে যাওয়ার সুযোগ প্রাপ্ত স্বপ্রভ দে-কেও সম্বর্ধনা দেন তিনি।