NBlive ইসলামপুরঃ ফের সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ব্যক্তি। ট্রাকের ধাকায় মৃত্যু হলো ইসলামপুরের এক কাঠ মিস্ত্রীর। ওই ব্যক্তির নাম প্রাণবন্ধু মন্ডল। ঘটনাটি ঘটেছে ইসলামপুরের মিলনপল্লী এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কের উপরে। ঘাতক ট্রাকটিকে আটক করেছে ইসলামপুর থানার পুলিশ।
জানা গেছে, পেশায় কাঠ মিস্ত্রী প্রাণবন্ধু বাবু এদিন সকাল ১০টা নাগাদ বাড়ি থেকে কাজে বেরিয়েছিলেন। সেই সময় মিলনপল্লী এলাকা শিলিগুড়ির দিক থেকে আসা একটি ১০ চাকার ট্রাক ধাক্কা মারে তাঁকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রাণবন্ধু বাবুর। এই ঘটনার জেরে দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে থাকে ৩১ নম্বর জাতীয় সড়ক।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর হাসপাতালে পাঠানো হয়। ঘাতক ট্রাক ও ট্রাকের চালককে আটক করেছে পুলিশ। তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে স্থানীয়দের অভিযোগ, এলাকায় ট্রাফিক ব্যবস্থা খারাপ থাকার কারণেই দুর্ঘটনা ঘটে চলেছে।