NBlive রায়গঞ্জঃ টাকা দাবী করে রোজই ছেলের হাতে প্রহৃত হতে হতো বাবাকে। অত্যাচার সহ্য করতে না পেরে অবশেষে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ছেলেকে খুন করল বাবা। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ডালখোলা এলাকায়। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে ইসলামপুর মহকুমা আদালতে পাঠিয়েছে।
জানা গেছে, ডালখোলার বাজারগাঁও গ্রামপঞ্চায়েতের মাঝট গ্রামের বাসিন্দা মঙ্গল সোরেন টাকা দাবী করে বাবা বুলাই সোরেনের উপর অত্যাচার চালাতো। রবিবারও ফের মোটা অঙ্কের টাকা চেয়ে বাবাকে মারধর করে ছেলে মঙ্গল সোরেন।
নিত্যদিনের এই অত্যাচার আর সহ্য করতে পারেননি বুলাই সোরেন। নিজের কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে মঙ্গলকে আঘাত করেন তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ছেলের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে খুনের ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করার পাশাপাশি অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।