NBlive রায়গঞ্জ, ইসলামপুরঃ দাঁড়িভিটে গুলিবিদ্ধ হয়ে দুই পড়ুয়ার মৃত্যুর ঘটনার প্রতিবাদে শনিবার রায়গঞ্জে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো ডি ওয়াই এফ আই এবং এস এফ আই। প্রায় আধ ঘন্টা জাতীয় সড়ক ও রায়গঞ্জ-বালুরঘাট ১০এ রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান আন্দোলকারীরা। এদিকে অবরোধকারীদের সরাতে এলাকায় পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে বচসা শুরু হলে সামান্য উত্তেজনার সৃষ্টি হয়। পরে অবরোধ তুলে নেওয়া হয়।
এদিকে ছাত্র মৃত্যুর ঘটনার সাথে যুক্ত দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে রাজ্য সড়ক অবরোধ শুরু হয়েছে ইসলামপুরের দাঁড়িভিটায়। গ্রামবাসীরা এদিন সকাল থেকে বিক্ষোভ দেখিয়ে পথ অবরোধে সামিল হন। তাঁদের দাবী, প্রকৃত দোষীদের চিহ্নিত করে গ্রেফতার করুক পুলিশ। গ্রামবাসীদের অবরোধের জেরে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে এলাকায়। ঘটনাস্থলে এখনও পুলিশ পৌঁছায় নি বলে জানা গেছে।