Archiveইসলামপুররায়গঞ্জ

দাঁড়িভিট কান্ডঃ গুলিতে জখম আরও এক ছাত্রের মৃত্যু

NBlive শিলিগুড়িঃ ইসলামপুরে গুলিবিদ্ধ হয়ে জখম আরও এক ছাত্রের মৃত্যু হলো। মৃত ওই ছাত্রের নাম তাপস বর্মন। এদিন ভোর রাতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয় তাপসের। বৃহস্পতিবার দাঁড়িভিট উচ্চ বিদ্যালয়ে গুলিবিদ্ধ হয় তাপস। আশঙ্কাজনক অবস্থায় তাপসকে শিলিগুড়ি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাতেই তাপসের শরীরে অস্ত্রোপচার হয়। চিকিৎসকরা জানায় অস্ত্রোপচার সফল হলেও তাপসের অবস্থা আশঙ্কাজনক। এরপরেই এদিন সকালে মৃত্যু হয় তাপসের। তাপস ইসলামপুর কলেজের তৃতীয় বর্ষের ছাত্র বলে জানা গেছে।

Related News

Back to top button