NBlive ইসলামপুরঃ ইসলামপুরে মৃত ছাত্রের বাড়িতে বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। শনিবার রাতেই ইসলামপুরের দাঁড়িভিট গ্রামে পৌঁছান তিনি। সেখানে রাজেশ ও তাপসের পরিজনদের সাথে দেখা করেন তিনি। এদিকে রূপা গঙ্গোপাধ্যায়কে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন মৃত পড়ুয়া তাপসের মা। পুলিশের চালানো গুলিতে বিদ্ধ হয়েই মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন তাপসের পরিজনেরা।
এদিকে উত্তর দিনাজপুর জেলা বিজেপির সভাপতি শঙ্কর চক্রবর্তী জানিয়েছেন আগামীকাল রবিবার রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের একটি প্রতিনিধি দল যাবে দাঁড়িভিটেয়। সেই প্রতিনিধি দলে থাকবেন মুকুল রায়, লকেট চট্টোপাধ্যায়, প্রতাপ বন্দ্যোপাধ্যায় সহ বিজেপির অন্যান্য নেতৃত্ব। মৃতের পরিবারের সাথে দেখা করার পাশাপাশি দাড়িভিটার পরিস্থিতি খতিয়ে দেখবেন প্রতিনিধি দলের সদস্যরা বলে বিজেপি সূত্রে খবর।