Archiveইসলামপুররায়গঞ্জ

দাড়িভিটের ঘটনা গোটা বিশ্বকে আমরা জানাবো – দেবশ্রী চৌধুরী

 

NBlive দাড়িভিটঃ রাজেশ তাপসের মৃত্যুর ঘটনাকে হাতিয়ার করেই দাড়িভিটে নির্বাচনী প্রচারে ঝাঁপালেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী। সভামঞ্চে বক্তব্য রাখতে গিয়ে ফের একবার রাজেশ তাপস হত্যা ঘটনার সিবিআই তদন্তের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “দাড়িভিটের ঘটনার সিবিআই তদন্ত না করে আমরা ছাড়বা না।” দাড়িভিটের ঘটনা গোটা বিশ্বকে আমরা জানাবো।

বৃহস্পতিবার বিজেপির রাজ্য সভাপতিকে সাথে নিয়ে দিনভর ইসলামপুর মহকুমা এলাকায় নির্বাচনী প্রচার করেন রায়গঞ্জ লোকসভা আসনের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী। সূর্য্যাপুর, কানকি, অসুরাগড়, হাতিমারা, রামপুর, চাকুলিয়া সহ একাধিক গ্রাম এলাকায় রোড শো, সভা, কর্মীদের সাথে সাক্ষাৎ করেন তিনি। সঙ্গী হিসেবে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। প্রচারের মাঝেই দলীয় কর্মীর বাড়িতে মধ্যাহ্ন ভোজন সারেন তিনি। এরপর বিকেলে প্রচার শেষে দাড়িভিটে জনসভা করেন দেবশ্রী দেবী।

সভায় রাজ্য সভাপতির পাশাপাশি রাজেশ তাপসের মৃত্যুর ঘটনা নিয়ে বক্তব্যে ঝড় তোলেন দেবশ্রী দেবী। মৃত দুই ছাত্রের মায়েদের জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন তিনি। দেবশ্রী দেবী বলেন, “কথা দিয়ে যাচ্ছি, আজ হোক, কাল হোক, তাপস রাজেশের কঙ্কালের এক টুকরো শুকিয়ে যাওয়া হারও যদি থাকে, আজকের দিনে হোক, আজকের বারে হোক হিসেব নেব। দাড়িভিটের ঘটনার সিবিআই তদন্ত না করে আমরা ছাড়বা না। দাড়িভিট কোনও একটা ছোট ঘটনা নয়। পশ্চিমবাংলার রাজনীতিতে খুনের ঘটনা আছে, তবে এই ঘটনা শুধু খুনের ঘটনা নয়। এর সঙ্গে জড়িয়ে আছে অনেকগুলি হিসেব। মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমন করে দেবশ্রী দেবী বলেন, যে মুখ্যমন্ত্রী একদিন মৃতদেহ নিয়ে কলকাতা আসতেন, কথায় কথায় সিবিআই তদন্ত চাইতেন, আজ মুখ্যমন্ত্রী ঘুরেও কেন তাকালেন না? গোটা বিশ্বকে আমরা জানাবো, দাড়িভিটকে আমরা সবার সামনে তুলে ধরবো।

 

 

Related News

Back to top button