Archiveইসলামপুররায়গঞ্জ

দাড়িভিট কান্ডঃ বাংলা বনধের ডাক বিজেপির, বনধ হবেনা – মুখ্যমন্ত্রী

 

NBlive ওয়েব ডেস্কঃ ইসলামপুরের দাড়িভিটে ছাত্র খুনের ঘটনার প্রতিবাদে আগামী ২৬ সেপ্টেম্বর বাংলা বনধের ডাক দিল বিজেপি। শনিবার সাংবাদিক বৈঠক করে বাংলা বনধের কথা ঘোষণা করেন বিজেপি নেতা প্রতাপ বন্দ্যোপাধ্যায়। এদিকে মিলান থেকে এই বনধের বিরোধীতা করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছেন বুধবার কোনও বনধ হবেনা। মুখ্যমন্ত্রী আরও বলেন, পুলিশ জানিয়েছে ওরা গুলি চালায়নি।দুই ছাত্রের মারা যাওয়ার জন্য বিজেপি ও আরএসএসকে দায়ী করেছেন মুখ্যমন্ত্রী। বনধের দিন প্রশাসনকে সক্রিয় ভূমিকা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বিজেপি ও আরএসএসকে আগুন নিয়ে না খেলার হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী।

এদিকে বুধবারের ধর্মঘটকে সমর্থনকে করছে বাম ও কংগ্রেস। রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এই বনধ ডাকা হয়েছে বলে নৈতিক ভাবে এই বনধ তাঁরা মানবেন না বলে বাম ও কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে।

এদিকে শনিবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের ঠ্যাঙাপাড়ার একটি জনসভায় যোগ দেওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, শিক্ষক নিয়োগ নিয়ে স্কুলে ছোট ঘটনা ছিল। কিন্ত যে রূপ নিলো তাতে মনে হচ্ছে পেছনে বড় চক্রান্ত আছে। ঘটনার দুইদিন পরও কোনও বিধায়ক, সাংসদ বা মন্ত্রীর দেখা মেলেনি। স্থানীয় পুলিশের বয়ান প্রসঙ্গে দিলীপ বাবু জানান, এখানে রাজনৈতিক বয়ান দিচ্ছেন পুলিশ সুপার। মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী যা বলে দিয়েছেন সেটাই বলছেন তথ্য প্রমাণ ছাড়া। এই হত্যার ঘটনার সিবিআই তদন্তের দাবী জানিয়েছেন দিলীপ বাবু। এদিকে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে আগামী বুধবার বাংলা বনধের ডাক দিয়েছেন তিনি।

এদিকে উত্তর দিনাজপুর জেলা বিজেপির সভাপতি শঙ্কর চক্রবর্তী জানিয়েছেন আগামীকাল রবিবার রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের একটি প্রতিনিধি দল যাবে দাড়িভিটায়। সেই প্রতিনিধি দলে থাকবেন মুকুল রায়, লকেট চট্টোপাধ্যায়, প্রতাপ বন্দ্যোপাধ্যায় সহ বিজেপির অন্যান্য নেতৃত্ব। মৃতের পরিবারের সাথে দেখা করার পাশাপাশি দাড়িভিটার পরিস্থিতি খতিয়ে দেখবেন প্রতিনিধি দলের সদস্যরা বলে বিজেপি সূত্রে খবর।

Related News

Back to top button