NBlive ইসলামপুরঃ ইসলামপুরে প্রকাশ্য দিনের আলোতে নগদ টাকা ও সোনার গহনা ছিনতাইয়ের ঘটনায় জলপাইগুড়ি থেকে গ্রেফতার দুই দুষ্কৃতী। ধৃত ওই দুষ্কৃতীর থেকে নগদ ২০ হাজার টাকা উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ধৃতদের মঙ্গলবার ইসলামপুর মহকুমা আদালতে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হবে দুই ধৃতকে।
জানা গেছে, শুক্রবার ইসলামপুর বাজারে মেয়ের বিয়ের কেনাকাটা করতে এসেছিলেন স্থানীয় বাসিন্দা শামসুল হক। নগদ ২৬ হাজার টাকা ও সোনার অলঙ্কার সহ একটি ব্যাগ বাইকে ঝুলিয়েই মেডিক্যাল বাজারে ঢুকেছিলেন শামসুল হক। সেই সুযোগে অন্য একটি মোটর বাইকে চেপে দুই দুষ্কৃতী রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা বাইকে ঝুলিয়ে রাখা ব্যাগটি নিয়ে চম্পট দেয়।
সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঘটনার তদন্ত শুরু করে ইসলামপুর থানার পুলিশ। ছিনতাইকারীদের চিহ্নিত করে জলপাইগুড়ির রাজগঞ্জ থানার ঝাঁঝিপাড়া থেকে অবশেষে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। ধৃত ওই দুইয়ের নাম বিনয় গোয়ালা ও সত্য গোয়ালা। মঙ্গলবার ধৃত দুইকে ইসলামপুর মহকুমা আদালতে পাঠানো হয়েছে।