NBlive চোপড়াঃ দোকান থেকে ফেরার পথে দুষ্কৃতীদের ছোড়া গুলিতে জখম এক কলেজ ছাত্র। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার ধনিরহাট এলাকায়। আহত ছাত্রের নাম আজজাহার রহমান ( ১৯) । স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে প্রথমে চোপড়া দলুয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ছররা গুলির আঘাত রয়েছে ওই ছাত্রের বলে হাসপাতাল সূত্রে খবর।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চোপড়ার নুরমোদিগছ এলাকার বাসিন্দা ইসলামপুর কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র এসএফআই কর্মী আজজাহার রহমান চোপড়া দাসপাড়া এলাকায় একটি ওষুধের দোকানে কাজ করে। মঙ্গলবার রাত সাড়ে আটটা নাগাদ দোকান থেকে বাড়ি ফেরার পথে ধনিরহাট এলাকায় দুষ্কৃতীরা তাঁর পথ আটকে মোবাইল ফোনটি চায়। আজজাহার মোবাইল ফোন না দিয়ে পালাতে চেষ্টা করলে দুষ্কৃতীরা ছররা বন্দুক দিয়ে গুলি ছোড়ে।
গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখম হয় আজজাহার। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে দলুয়া হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরে চোপড়া এলাকায়। আহত কলেজ ছাত্র আজজাহারের বাবা সিপিএম নেতা মহম্মদ ইজরাইলের অভিযোগ, এই এলাকার পঞ্চায়েত নির্বাচনে সিপিএম ও কংগ্রেস জোট করে শাসকদলের বিরুদ্ধে লড়াই করেছিল। এই নিয়ে আগে থেকে হুমকি দিচ্ছিল শাসকদল আশ্রিত দুষ্কৃতীরা। আজ তারা আজজাহারের উপর হামলা চালায়। যদিও শাসকদল এই অভিযোগ উড়িয়ে দিয়ে জানিয়েছে এটা নিছকই দুষ্কৃতীদের মোবাইল ছিনতাই করতে আসার ঘটনা। ব্যর্থ হয়ে দুষ্কৃতীরা গুলি চালিয়েছে।
এসএফআইয়ের জেলা সভাপতি শুভঙ্কর কর্মকার বলেন, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের গুলিতেই জখম হয়েছেন তাঁদের কর্মী। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পিছনে কোনও রাজনৈতিক কারণ রয়েছে নাকি ছিনতাইয়ের ঘটনায় বাধা পেয়ে দুষ্কৃতীরা গুলি চালিয়েছে তা তদন্ত করছে চোপড়া থানার পুলিশ। দাঁড়িভিট কান্ডের রেশ কাটতে না কাটতেই জেলায় আরও এক পড়ুয়ার গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছয়েছে জেলা জুড়ে।