Archive
নতুন ঘরের শিলান্যাস

ওয়েব ডেস্ক : ইটাহার বিএল অ্যান্ড এলআরও অফিসের নতুন দুটি ঘর ও সীমা পাঁচিল নির্মাণ কাজের সূচনা হল বৃহস্পতিবার। এদিন এই কাজের শিলান্যাস করেন ইটাহারের বিধায়ক অমল আচার্য। উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সদস্য গৌতম পাল, ইটাহার পঞ্চায়েত সমিতির সদস্য তথা শিক্ষা কর্মাধ্যক্ষা পম্পা চৌধুরি, অশোক দাস, বিএল অ্যান্ড এলআরও প্রমুখ। জেলা পরিষদ প্রদত্ত ১০ লক্ষ টাকা ব্যয়ে ওই দুটি ঘর ও সীমা পাঁচিল গড়ে তোলা হবে বলে জানা গেছে।