Archiveরায়গঞ্জ

নির্বাচনের আগে ফের খুন, চাকুলিয়ায় উদ্ধার যুবকের রক্তাক্ত মৃতদেহ

NBlive রায়গঞ্জঃ পঞ্চায়েত ভোটের আগে প্রাণ গেল আরও একজনের। উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানা এলাকার একটি ভূট্টা ক্ষেত থেকে উদ্ধার হলো এক যুবকের রক্তাক্ত মৃতদেহ। মৃত ওই যুবকের নাম দানাশ আলম(২২)। শাসক দল তৃণমূল কংগ্রেসের দাবী মৃত যুবক তাদের দলের কর্মী ছিল।

শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে চাকুলিয়া থানার কানকির দেওগাঁ মুন্সিপাড়ায়। এদিন সন্ধ্যায় ৩১ নম্বর জাতীয় সড়কের ধারে ভূট্টা ক্ষেতে মৃতদেহটি নজরে আসে স্থানীয়দের। খবর দেওয়া হয় স্থানীয় থানায়। খবর দেওয়া হয় মৃতের পরিবারকেও। পুলিশের আগেই মৃতদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায় দানাশের পরিজনেরা।

এরপর দানাশের বাড়িতে গিয়ে মৃতদেহ ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় পুলিশ। এদিকে দানাশের বাড়িতে পৌঁছতেই বিক্ষোভের মুখে পড়তে হয় পুলিশকে। উত্তর দিনাজপুর জেলার পুলিশ সুপার শ্যাম সিং বলেন, ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে খুন করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে। তবে এই খুনের ঘটনার সাথে রাজনীতির কোনও সম্পর্ক রয়েছে কিনা সেই বিষয়ে এখনই কিছু জানা যায়নি। তবে মৃত ওই যুবক তৃণমূলের কর্মী ছিলেন বলে দাবী করা হয়েছে।

Related News

Back to top button