NBlive রায়গঞ্জঃ নির্বাচনের প্রশিক্ষণে অনুপস্থিত থাকার কারণে ১০০০ ভোটকর্মীকে শোকজ করল উত্তর দিনাজপুর জেলা প্রশাসন। শোকজে সন্তোষজনক উত্তর না পেলে নেওয়া হবে প্রশাসনিক ব্যবস্থা।
ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে জেলায় মোট ১৬৪৯টি ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে। সুষ্ঠ ভাবে ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে প্রয়োজন প্রায় ১২ হাজার ভোট কর্মী। গত ৩ ও ৪ মে-তে এই ১২ হাজার ভোট কর্মীকে নিয়ে নির্বাচনের প্রশিক্ষণ শিবির আয়োজন করা হয় জেলার বিভিন্ন এলাকায়।
দেখা যায়, ১২০০০ ভোট কর্মীর মধ্যে প্রায় ১০০০ ভোট কর্মীই ওই দুই দিনের প্রশিক্ষণে অনুপস্থিত ছিলেন। জেলা প্রশাসনের কাছে এই খবর যেতেই ওই ১০০০ ভোট কর্মীদের কাছে অনুপস্থিত থাকার কারণ জানতে চাওয়া হয়।
উত্তর দিনাজপুরের জেলাশাসক আয়েষা রানী এ জানিয়েছেন, ভোটের কাজে নিযুক্ত কর্মীদের অনুপস্থিতির কারণে ভোটের কাজে সমস্যা হতে পারে। সেই কারণেই কর্মীদের অনুপস্থিত থাকার পেছনে কারণ জানতে চাওয়া হয়েছে। উপযুক্ত ও সন্তোষজনক জবাব না পেলে বিভাগীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন জেলা শাসক।