Nblive রায়গঞ্জঃ নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল রায়গঞ্জ-শিলিগুড়িগামী বেসরকারি বাস। ঘটনায় জখম আট যাত্রী। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ৩১ নম্বর জাতীয় সড়কের উপর পাঞ্জিপাড়া এলাকায়। আহয় যাত্রীদের কিষানগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাসের চালক ও খালাসি পলাতক। স্থানোয় বাসিন্দাদের অভিযোগ, দ্রুত গতিতে থাকার ফলেই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি দোকানে ঢুকে যায়।