
NBlive রায়গঞ্জঃ পরকীয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে জখম হলো এক মহিলা সহ ৩। সংঘর্ষে বোমাও ফাটানো হয় বলে অভিযোগ। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে ইটাহার থানার দুর্গাবাড়ি এলাকায়। ঘটনাস্থল থেকে তিন আহতকে উদ্ধার করে ইটাহার ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর তাদের রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ইটাহার থানার বিশাল পুলিশ বাহিনী। এখনও কোনও পক্ষ থেকে অভিযোগ দায়ের না হলেও পুলিশ ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, এক পুরুষ ও মহিলার পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে বেলুয়া এবং পাড়েরগ্রামের একাংশ বাসিন্দাদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এদিন এই ঘটনাকে ঘিরেই সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষের কিছু মানুষ। লাঠি,তরোয়াল নিয়ে হামলা চালানো হয়। এতেই গুরুতর জখম হন দুইজন। সংঘর্ষের সময় এক দুষ্কৃতী বোমাও ফাটায়। বোমায় আঘাতে একজন জখম হয়েছেন বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলে পরিস্থিতি শান্ত হয়।