Archiveইসলামপুর

পাচারের আগেই ইসলামপুর থেকে উদ্ধার তক্ষক, ধৃত দুই

NBlive রায়গঞ্জঃ গোপন সূত্রে খবর পেয়ে আসাম থেকে বাংলাদেশে তক্ষক পাচার করার আগেই বন দফতরের হাতে ধরা পড়ল দুই পাচারাকারী। ঘটনা উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে।  উত্তরবঙ্গের  বনবিভাগের টাস্ক ফোর্সের প্রধান তথা বেলাকোবা রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্ত হাতেনাতে গ্রেফতার করেন ওই দুই পাচারকারীকে। ধৃত দুই ব্যক্তির নাম কমল মন্ডল ও রসিক অধিকারী। কমল মন্ডলের বাড়ি উত্তর দিনাজপুরে রসিক আধিকারীর বাড়ি ইসলামপুরে। ধৃতরা দুজনেই আন্তর্জাতিক বন্যপ্রাণীর দেহাংশ চোরাচালানের সঙ্গে জড়িত বলে বনদফতর সূত্রে জানা গেছে।

সঞ্জয় দত্ত বলেন  আসামের শিলচর থেকে তক্ষকটিকে ধরা হয়েছিল।আসাম থেকে ইসলামপুর হয়ে বাংলাদেশে পাচার করা হচ্ছিল এই তক্ষকটি।৬০লক্ষ টাকা দাম ঠিক হয়েছিল তক্ষকটির। বন সূত্রে খবর, বৃহস্পতিবার ভোর রাতে  ইসলামপুরে অভিযান চালিয়ে কমল মন্ডল ও রসিক অধিকারী দুই ব্যক্তিকে গ্রেফতার  করে বেলাকোবায় নিয়ে আসা হয়। এদের কাছ থেকে একটি প্রমান সাইজের তক্ষক উদ্ধার হয়েছে।বাজেয়াপ্ত করা হয়েছে একটি বোলেরো গাড়ি।আগামীকাল ধৃত দুই জনকে জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হবে।

Related News

Back to top button