Nblive রায়গঞ্জঃ পতিতাপল্লী থেকে ৬ নাবালিকাকে উদ্ধার করল পুলিশ। উত্তর দিনাজপুরের গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া পতিতাপল্লীতে হানা দিয়ে ওই নাবালিকাদের উদ্ধারের পাশাপাশি ৪ অভিযুক্তকে গ্রেফতার করেছে পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশ। উদ্ধার হওয়া ৬ নাবালিকার মধ্যে দুই জনের বাড়ি অসমে ও ১ জনের বাড়ি বিহারে। বাকি ৩ জন স্থানীয় এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে।
গোপন সূত্রে খবর পেয়ে ইসলামপুরের ডিএসপির নেতৃত্বে মহিলা পুলিশ সঙ্গে নিয়ে ওই পতিতাপল্লীতে আচমকা হানা দেয় পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশ। সেখান থেকেই উদ্ধার করা হয় ১২ থেকে ১৬ বছর বয়সের ৬ নাবালিকাকে। পাশাপাশি ওই নাবালিকাদের বেআইনিভাবে পতিতাপল্লীতে নিয়ে আসার অভিযোগে ঘটনাস্থল থেকে তিন মহিলা সহ মোট ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম সামসুল মহম্মদ, ববি খাতুন, নাজিমা বেগম ও সুনীতি দেবনাথ। ধৃতদের বৃহস্পতিবার ইসলামপুর মহকুমা আদালতে তোলা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।