NBlive রায়গঞ্জঃ পুলিশের গাড়ির সাথে সংঘর্ষ রায়গঞ্জে। ঘটনায় আহত বেশ কয়েকজন। আহতদের উদ্ধার করে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ কুলিক ব্রীজ সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর।
জানা গেছে, রবিবার রাত ৯টা নাগাদ জাতীয় সড়কের উপরে পুলিশের গাড়িটি আচমকা খারাপ হয়ে যায়। সেই সময় ওই দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়িতে ধাক্কা মারে একটি যাত্রী বোঝাই ছোট গাড়ি। স্থানীয় সূত্রে জানা গেছে দুর্ঘটনা ঘটনায় জখম হন প্রায় ৬ জন। আহতরা প্রত্যেকেই মহিপুর থেকে পানিশালায় যাচ্ছিল একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার কারণে বেশ কিছুক্ষণ যানচলাচল বন্ধ হয়ে যায় জাতীয় সড়কে। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছায় রায়গঞ্জ থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী। দুর্ঘটনার কবলে পড়া গাড়ি দুটিকে জাতীয় সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ওই এলাকায় রোজই পুলিশের গাড়ি দাঁড়িয়ে থাকে টাকা তোলার জন্য এদিনও ওই পুলিশের গাড়িটি টাকা তুলছিল। সেই সময়ই দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী রাম সিং অভিযোগ করে বলেন, পুলিশ ওই এলাকায় দাঁড়িয়ে টাকা তুলছিল। এই কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। যদিও পুলিশের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে।