Archiveরায়গঞ্জ

বাঘের আতঙ্ক ইটাহারে, জন্তুর পায়ের ছাপ দেখতে লাঠি হাতে মাঠে গ্রামবাসীরা

Nblive ইটাহারঃ ফের বাঘের আতঙ্ক। এবার ইটাহারে। ফাঁকা মাঠের জমিতে এক জন্তুর পায়ের ছাপ দেখে সোমবার বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ে ইটাহার থানার চাকলা, লক্ষ্মীপুর গ্রামে। এদিন দুপুরে চাকলা-লক্ষ্মীপুর গ্রাম সংলগ্ন মাঠে বৃষ্টিভেজা নরম মাটিতে অজানা জন্তুর অনেকগুলো পায়ের ছাপ দেখতে পান গ্রামবাসীরা।

খবর চাউর হতেই লাঠিসোঁটা হাতে নিয়ে ওই জন্তুর পায়ের ছাপ দেখতে মাঠের উদ্দেশ্যে ছোটেন গ্রামবাসীরা। একটি বেগুনের ক্ষেত জুড়ে অসংখ্য ওই জান্তব পায়ের ছাপ দেখে বোঝা যায়, জন্তুটি মাঠে মাঠে অবাধে বিচরণ করেছে। এই ছাপ দেখেই গ্রামবাসীদের মধ্যে বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ে চাকলা ও পাশের লক্ষ্মীপুর গ্রামে।

চাকলা গ্রামের বাসিন্দা বৈদ্যনাথ চৌধুরি বলেন, “পায়ের ছাপের আকৃতি দেখে আমাদের মনে হচ্ছে এটা বাঘের পায়ের ছাপ। আমরা চরম আতঙ্কে আছি।”
গ্রামে বাঘ হানা দিয়েছে বলে আতঙ্ক ছড়ালেও মানুষ বা গবাদি পশুর ওপর কোনও হামলার খবর পাওয়া যায়নি।

 

খবরটি পৌঁছায় রায়গঞ্জের বিভাগীয় বনাধিকারিক দ্বিপর্ণ দত্তর কানেও। দ্বিপর্ণবাবু বলেন, “আমরা খোঁজ নিয়ে দেখেছি। আমরা নিশ্চিৎ, ওটা বাঘের পায়ের ছাপ নয়। ছাপ দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে এই পায়ের ছাপ বড় শেয়াল অর্থাৎ জ্যাকালের। ফলে অযথা গ্রামবাসীদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। এই অঞ্চলে জ্যাকালের আনাগোনা স্বাভাবিক।”

Related News

Back to top button