NBlive জলপাইগুড়ি-রায়গঞ্জঃ ভাগারকান্ডের পর জলপাইগুড়িতে পুলিশকে সাথে নিয়ে পুরসভার অভিযানে উদ্ধার পচা মাংস। শহরের বিভিন্ন নামী খাবারের হোটেলে হানা দিয়ে এদিন উদ্ধার হয় পচা ও ফাঙ্গাস পড়ে যাওয়া মাংস। মঙ্গলবার দুপুরে কাউকে না জানিয়েই আচমকা শহরের বিভিন্ন নামজাদা হোটেল রেস্টুরেন্টে হানা দিতেই উদ্ধার হয় পচা খাবার। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে শহরের বাসিন্দাদের মধ্যে।
জলপাইগুড়ি কোতয়ালি থানার আইসি বিশ্বাশ্রয় সরকার জানান, জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানের বিশেষ দলের সাথে আজ শহরের বিভিন্ন হোটেলে রেস্তোরাঁতে খাবারের গুণগত মান যাচাই এর জন্য বের হই। বেশ কিছু হোটেলের বিরুদ্ধে অভিযোগও ছিল। সেই মতো অভিযান চালিয়ে হোটেল এবং রেস্তোরাঁ থেকে পচা মাংস, বাসি খাবার উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।
এই বিষয়ে এক হোটেল মালিক সুশোভন সরকার বলেন, আমাদের না জানিয়েই পুরসভা ও পুলিশ অভিযান চালিয়েছে। যদিও তাতে আমাদের কোনও সমস্যা হয়নি। আমাদের খাবারের গুনগত মান পরীক্ষা করলেই তা বুঝতে পারবেন পুর কর্তৃপক্ষ। এদিকে জলপাইগুড়ি পুরসভার আধিকারিক শান্তনু মৈত্র বলেন, পুরপতির নির্দেশে এদিন অভিযান চালানো হয়েছিল। খাওয়ার অনুপযুক্ত বেশ কিছু খাদ্যদ্রব্য উদ্ধার করা হয়েছে।
এদিকে ভাগারকান্ড নিয়ে রীতিমতন চিন্তিত রায়গঞ্জ পুরসভাও। মঙ্গলবার শহরের সাধারণ মানুষকে সচেতন ও সাবধান করতে মাইকিং করে প্রচার চালানো হয় রায়গঞ্জ পুরসভার পক্ষ থেকে। পুরসভার স্বাস্থ্যদফতর ও পুলিশের তরফ থেকে নজরদারী জোরদার করা হয়েছে বলে জানানো হয়। পাশাপাশি পুরনাগরিকদের সতর্কদৃষ্টি রাখতে বলা হয়েছে। এবং মাংস সংক্রান্ত কোনও রকম অস্বাভাবিকতা নজরে এলেই পুরসভা ও পুলিশের কাছে জানানোর আবেদন করা হয়েছে।