Archiveইসলামপুর

ভয়াবহ আগুনে ভস্মীভূত ৫৪টি ঘর ইসলামপুরে

NBlive ইসলামপুরঃ ভয়াবহ আগুনে ভস্মীভূত ১৮টি পরিবারের ৫৪টি বাড়ি।  ঘটনা ইসলামপুর ব্লকের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের ভাতকুন্ডা গ্রামে। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন এলেও ঘিঞ্জি এলাকা হওয়ায় একটি ইঞ্জিন ঢুকতে পারেনি। প্রায় ঘন্টা দেড়েকের চেষ্টায় একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ২০লক্ষ টাকা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের ভাতকুন্ডা গ্রামের জুলফিকার আলীর বাড়ির রান্নার উনুন থেকে আগুন ছড়িয়ে পড়ে এলাকায়। ঘিঞ্জি এলাকা হওয়ার কারণে অল্প সময়ের মধ্যেই পুরো এলাকা ভস্মীভূত হয়ে যায়। প্রায় ২০ লক্ষ টাকার সম্পত্তি নষ্ট হয়েছে বলে দাবী গ্রামবাসীদের।

Related News

Leave a Reply

Back to top button