Archiveইসলামপুররায়গঞ্জ

মায়ের হয়ে নির্বাচনী প্রচারে এসেই মোদীকে টার্গেট প্রিয় পুত্র প্রিয়দীপের

 

 

NBlive রায়গঞ্জঃ মায়ের হয়ে নির্বাচনী প্রচারে এসেই মোদীকে টার্গেট প্রিয় পুত্র প্রিয়দীপের। বিদেশ থেকে কালো টাকা উদ্ধার, রাফালে, নোট বন্দি সহ একাধিক ইস্যুতে মোদী সরকারকে আক্রমন করলেন প্রিয়দীপ দাসমুন্সি। “দাসমুন্সি পরিবার সবসময় আপনাদের সাথে ছিল, আছে থাকবে”। চাকুলিয়ায় কর্মীসভা থেকে কংগ্রেসকে ভোট দিয়ে দেশকে রক্ষা করার বার্তা দিলেন মিছিল দাসমুন্সি।

রবিবার ছেলেকে সাথে নিয়ে নির্বাচনী প্রচারে নেমেছেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী দীপা দাসমুন্সি। চাকুলিয়ায় কংগ্রেস আয়োজিত এক কর্মীসভায় অংশ নেন দীপা দাসমুন্সি। সেখানে দীপা দেবীর সমর্থনে উপস্থিত ছিলেন প্রিয়-দীপা পুত্র প্রিয়দীপ দাসমুন্সি, বিরোধী দলনেতা আবদুল মান্নান সহ অন্যান্য জেলা কংগ্রেস নেতৃত্ব।

সভায় দীপা দেবীর হয়ে ভোট প্রার্থনা করার পাশাপাশি প্রিয় পুত্র বলেন, পাঁচ বছরে, মোদী সরকার না কালো টাকা নিয়ে এসেছে, না কর্মসংস্থান করেছে। বরং রাফালের নামে নিজের ব্যাঙ্ক একাউন্ট ভরেছেন মোদীজি। কৃষকদের আত্মহত্যা বেড়েছে। দেশকে রক্ষা করতে ফের একবার কংগ্রেসকে ভোট দিয়ে জয়ী করুন। মিছিল বলেন,দাসমুন্সি পরিবার সবসময় আপনাদের পাশে ছিল, আছে, থাকবে।

 

 

Related News

Leave a Reply

Back to top button