Archiveরায়গঞ্জ

মোটর বাইক দুর্ঘটনায় চোপড়ায় আহত তিন মাধ্যমিক পরীক্ষার্থী, আশঙ্কাজনক দুই

NBlive চোপড়াঃ ইংরেজি পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে দুই মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে তিন মাধ্যমিক পরীক্ষার্থী সহ আহত পাঁচ। ঘটনাটি ঘটেছে চোপড়া থানার ঘোষপাড়া এলাকার টেটোশ্বরী এলাকায়।

আহতদের প্রথমে স্থানীয়রা দলুয়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে দুই মাধ্যমিক পরীক্ষার্থীর আঘাত গুরুতর থাকার কারণে তাঁদের উত্তরবঙ্গ মেডিকাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনার খবর পেয়ে দলুয়া স্বাস্থ্যকেন্দ্রে যান বিডিও সুবল বিশ্বাস ও চোপড়া থানার পুলিশ।

জানা গেছে, পরীক্ষা শেষের পর কালিগঞ্জ হাইস্কুল থেকে ঘিরনিগাঁও এর দিকে মোটর বাইকে করে যাচ্ছিল পরীক্ষার্থীরা। সেই সময় উল্টোদিক থেকে আসা অপর একটি মোটর বাইকের সাথে সংঘর্ষ হলে তিন পরীক্ষার্থী সহ পাঁচজন আহত হন।

Related News

Back to top button