Archive

মোদীর হেলিকপ্টার অবতরণের অনুমতি দেবে রাজ্য, আশা প্রকাশ কৈলাশের

 

NBlive রায়গঞ্জঃ সুপ্রিমকোর্টের নির্ণয় প্রজাতন্ত্রের জয়। মঙ্গলবার জলপাইগুড়ি যাওয়ার আগে বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করলেন বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গী। তিনি বলেন, নিজের দলের নেতারা গ্রেপ্তার হলে আন্দোলন করেন না মুখ্যমন্ত্রী কিন্তু একজন পুলিশ আধিকারিককে জিজ্ঞাসাবাদ করার জন্য সিবিআই ডাকতেই ধর্ণায় বসলেন মুখ্যমন্ত্রী। এই ঘটনা দুঃখজনক। তিনি আরও বলেন, চিটফান্ডে প্রতারিতরা তিন মাস থেকে ধর্ণা আন্দোলন করছেন। মুখ্যমন্ত্রী একবারের জন্য তাঁদের সাথে দেখা করেন নি। গরীব কৃষকদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে লড়াই করতে দেখা গিয়েছিল কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার পর এখন দুর্নীতির পাশে দাঁড়াতে দেখা যাচ্ছে তাঁকে। এই ঘটনা পশ্চিমবঙ্গের কাছে দুর্ভাগ্যজনক বলেও এদিন মন্তব্য করেন বিজেপি নেতা।
যোগীজীর হেলকপ্টার অবতরণের অনুমতি রাজ্য না দিলেও প্রধানমন্ত্রীর সম্মানের কথা মাথায় রেখে হেলিকপ্টার নামার অনুমতি দেবে বলে আমরা আশা করছি বলেও এদিন জানিয়েছেন কৈলাশ বিজয়বর্গী।

 

 

 

Related News

Back to top button