Archiveরায়গঞ্জ

যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার রায়গঞ্জে

 

 

NBlive রায়গঞ্জঃ নাবালক নাবালিকার ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার শেরপুর গ্রামের বনানগাঁ এলাকায়। ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।

 

 

 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ থানার শেরপুর গ্রামপঞ্চায়েতের বাসিন্দা এক কিশোরের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বিন্দোল গ্রামপঞ্চায়েতের বাসিন্দা নাবালিকা দশম শ্রেণীর ছাত্রীর। বৃহস্পতিবার বিকেলের পর থেকেই ওই দুই বাড়ি থেকে বেড়িয়ে যায় বলে জানা গেছে। সন্ধ্যা থেকেই পরিবারের লোকেরা খোঁজাখুঁজি করলেও তাদের হদিশ মেলেনি। এরপর এদিন সকালে শেরপুর গ্রামপঞ্চায়েতের বনানগাঁ গ্রামের একটি গাছে একই সাথে ঝুলন্ত দেহ উদ্ধার হয় ওই দুইয়ের। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। প্রেমের সম্পর্ক পরিবার মেনে না নেওয়ার জন্যই আত্মহত্যার পথ বেছে নিয়েছে ওই যুগল বলে প্রাথমিক অনুমান।

 

 

 

Related News

Leave a Reply

Back to top button