NBlive চোপড়াঃ রাজনৈতিক সংঘর্ষে ফের উত্তপ্ত উত্তর দিনাজপুর জেলার চোপড়ার ধুলিগাঁও। কংগ্রেস ও তৃণমূলের মধ্যে সংঘর্ষে জখক এক ছাত্র সহ সাতজন কংগ্রেস কর্মী। আহতদের দলুয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় পৌঁছেছে চোপড়া থানার পুলিশ।কংগ্রেসের অভিযোগ, রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নানের সভার পর থেকেই সভাতে যোগদান কারী কংগ্রেস কর্মী ও সমর্থকদের উপরে হামলা চালানো হচ্ছে।
কংগ্রেসের আরও অভিযোগ, লক্ষ্মীপুর , ডাঙ্গাপাড়া গ্রামগুলিতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বেছে বেছে কংগ্রেস কর্মীদের ধরে ব্যাপক মারধর করার পাশাপাশি তাঁদের মোটরবাইক কেড়ে নিচ্ছে। এদিকে কংগ্রেসের উপর হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। জেলা পুলিশ সুপার বলেন, গন্ডগোলের খবর পেয়ে এলাকায় পুলিশ পৌঁছেছে। তদন্ত শুরু হয়েছে।