NBlive রায়গঞ্জঃ পঞ্চায়েত ভোটের মুখে রাজনৈতিক সংঘর্ষে মৃত আরও এক। উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর এলাকায় ফরওয়ার্ড ব্লক ও তৃণমূলের সংঘর্ষে মৃত্যু হল এক তৃণমূল কর্মীর। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা এলাকায়।
জানা গেছে, শুক্রবার পঞ্চায়েত ভোটের প্রচারে গোয়ালপোখরের ইব্রাহিমপুরে সভা ছিল তৃণমূলের। একই সময়ে ওই এলাকায় মিছিল ছিল ফরওয়ার্ড ব্লকেরও। সেই সময় দুই পক্ষ মুখোমুখি হতেই শুরু হয় বচসা। ঘটনা গড়ায় সংঘর্ষে।
তৃণমূলের অভিযোগ, ফরওয়ার্ড ব্লকের লাঠির আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তৃণমূল কর্মী মাজাহির আলমের। আহত হয়েছেন আরও একজন।
তৃণমূল নেতা লাল মহম্মদের অভিযোগ, ফরওয়ার্ড ব্লক নেতা আলি ইমরান রমজের নেতৃত্বে পরিকল্পিত ভাবে এই হামলা ঘটানো হয়েছে বলে অভিযোগ।
অভিযোগ অস্বীকার করে এলাকার ফরওয়ার্ড ব্লক প্রার্থী ফারহার ফতেমার দাবী, ওই ব্যক্তি পরে গিয়ে টিউবওয়েলের আঘাত লেগে মৃত্যু হয়েছে। তৃণমূল সন্ত্রাস চালাচ্ছে এলাকায়। এই ঘটনার পর থেকেই উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। পৌঁছেছে গোয়ালপোখর থানার পুলিশও।