Archiveরায়গঞ্জ

রাতভর পরীক্ষা প্রস্তুতি, সকালে উদ্ধার ছাত্রের ঝুলন্ত দেহ, শোকের ছায়া কালিয়াগঞ্জে

NBlive রায়গঞ্জঃ রাতভর পড়াশুনা করার পর সকালে আত্মঘাতী মাধ্যমিক পরীক্ষার্থী। মৃত ওই যুবকের নাম কুশল দেবশর্মা। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের মালগাঁও এলাকার মালিটোলা গ্রামে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে কালিয়াগঞ্জ থানার পুলিশ। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

মৃতের পরিবারর সূত্রে জানা গেছে, মালিটোলা গ্রামের বাসিন্দা কুশল এই বছরের মাধ্যমিক পরীক্ষার্থী। মঙ্গলবার ইংরেজি পরীক্ষা দিয়ে এসে এদিনের পরীক্ষার জন্য রাতভর পড়াশুনো করেছে সে। কিন্তু এদিন সকালে বাড়ির পাশের একটি গাছে কুশলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়।

কুশল কালিয়াগঞ্জ ব্লকের মোস্তাফানগর উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলেন। তাঁর পরীক্ষা কেন্দ্র ছিল রায়গঞ্জ শহর লাগোয়া তাহেরপুর হাইস্কুলে। কী কারণে রাতভর পরীক্ষা প্রস্তুতি নেওয়ার পর আত্মহত্যার পথ বেছে নিলেন কুশল সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Related News

Back to top button