NBlive রায়গঞ্জঃ বুধবার গভীর রাতে রায়গঞ্জ স্টেডিয়ামের পেছনের ক্যানেল থেকে উদ্ধার হল এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ। মৃতদেহের মাথায় আঘাত রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। তবে ওই ব্যক্তির পরিচয় সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। পুলিশ মৃতদেহ উদ্ধার করে রায়গঞ্জে জেলা হাসপাতালে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য।
এদিকে পরিচয় জানা না যাওয়ার কারণে কে বা কারা ওই ব্যক্তিকে খুন করেছে সেই বিষয়টি নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে পুলিশ মহলে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। তবে ঘটনাটি আসলে কী ঘটেছে সেই বিষয়ে তদন্ত চলছে। ময়নাতদন্তের পর অনেক প্রশ্নের উত্তর মিলবে বলেই মনে করছে ঘটনার তদন্তকারী পুলশ আধিকারিকরা।