
NBlive রায়গঞ্জঃ ইন্টার্ন শিক্ষক নিয়োগের প্রতিবাদ, জেলায় মহিলা কলেজ স্থাপন ও দ্রুত রায়গঞ্জ মেডিক্যাল কলেজ দ্রুত চালুর দাবীতে বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলা ডিএম অফিস অভিযান কর্মসূচী পালন করল এসএফ আই এর উত্তর দিনাজপুর জেলা কমিটি। সিপিআইএম এর ছাত্র সংগঠন ভারতের ছাত্র ফেডারেশনের কয়েকশো কর্মী সমর্থক এদিন রায়গঞ্জ কর্ণজোড়া মেইন গেট থেকে মিছিল করে উত্তর দিনাজপুর জেলাশাসকের দপ্তরে পৌঁছায়। সেখানে একটি বিক্ষোভ সমাবেশ করার পর এক প্রতিনিধিদল কয়েকদফা দাবী নিয়ে জেলাশাসকের দপ্তরে স্মারকলিপি প্রদান করে। রাজ্য সরকারের ইন্টার্ন শিক্ষক নিয়োগের প্রতিবাদ, রায়গঞ্জে মহিলা কলেজ স্থাপন ও রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতাল দ্রুত চালুর দাবীতে এদিনের এই বিক্ষোভ কর্মসূচী বলে জানিয়েছে উত্তর দিনাজপুর জেলা এসএফআই নেতৃত্ব।