Archiveরায়গঞ্জ

রায়গঞ্জে বিরল প্রজাতির নয়টি তোতা উদ্ধার করল বনবিভাগ

NBlive রায়গঞ্জঃ বিরল প্রজাতির নয়টি টিয়া ও তোতা পাখি বিক্রি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল এক ব্যক্তি। ধৃত ওই ব্যক্তির কাছে থেকে নয়টি তোতা ও টিয়া পাখি উদ্ধার হয়েছে। সুযোগ বুঝে ওই পাখি ব্যবসায়ী এলাকা ছেড়ে চম্পট দিলেও বন দফতর উদ্ধার করে পাখিগুলিকে।

জানা গেছে, পাখি বিক্রতা ওই ব্যক্তির নাম মহম্মদ কুদ্দুস। সে বিহারের কাটিহারের শিকারিটোলা এলাকার বাসিন্দা। ধৃত ওই ব্যক্তির থেকে জানা গেছে, শিকারিটোলা এলাকার প্রায় প্রতিটি বাড়িতেই বিরল পাখির ব্যবসা করে ওই এলাকার বাসিন্দারা।

 

সমাজ সেবক কৌশিক চৌধুরী বলেন, এদিন সকালে রায়গঞ্জ স্টেশন বাজারে বিরল প্রজাতির তোতা পাখি বিক্রি করার খবর পেয়ে ওই ব্যক্তিকে হাতেনাতে ধরা হয়। কিন্তু সুযোগ বুঝে ওই পাখি ব্যবসায়ী পালিয়ে গেলেও বন দফতরের সাথে যোগাযোগ করে পাখিগুলিকে বনকর্মীদের হাতে তুলে দেওয়া হয়েছে।

 

Related News

Back to top button