NBlive রায়গঞ্জঃ রায়গঞ্জের খুনের ঘটনায় মৃত ব্যক্তির পরিচয় জানতে পারল পুলিশ। খুনের ঘটনায় যুক্ত থাকার সন্দেহে ইতিমধ্যেই দুইজন সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। রায়গঞ্জ থানার পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ওই ব্যক্তির নাম অমিত কুন্ডু। সে ইন্দিরা কলোনি এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, অমিত কুন্ডু খুনের ঘটনায় যুক্ত থাকার সন্দেহে ইতিমধ্যেই দুইজনকে হেফাজতে নিয়েছে তাঁরা। আটক দুইকে জিজ্ঞাসাবাদ করার পর পুলিশের প্রাথমিক অনুমান টাকা পয়সা নিয়ে অমিতের সাথে ওই দুইয়ের বচসা থেকেই হয়ত এই পরিণতি।
উল্লেখ্য, বুধবার গভীর রাতে রায়গঞ্জ স্টেডিয়ামের পেছনের ক্যানেল থেকে উদ্ধার হয় এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ। মৃতদেহের মাথায় আঘাত রয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে রায়গঞ্জে জেলা হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য। ঘটনা তদন্তে নেমেই মৃতের পরিচয় জানতে পারে তদন্তকারীরা। এরপরেই ঘটনায় যুক্ত থাকার সন্দেহে দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ।