Archiveউৎসব

সন্ত্রাস রুখতে তৃণমূল বিরোধী সব দলকে পাশে চেয়ে ২২ প্রার্থীর নাম ঘোষণা বিজেপির

Nblive রায়গঞ্জঃ তৃণমূলের সন্ত্রাস রুখতে শাসকদল বাদে সমস্ত রাজনৈতিক দলকে একত্রিত হয়ে রায়গঞ্জ পৌর নির্বাচনের লড়াইয়ের ময়দানে নামার ডাক দিলেন  উত্তর দিনাজপুর জেলা বিজেপি সভাপতি নির্মল দাম। এদিন বিজেপির জেলা কার্য্যালয়ে প্রার্থী ঘোষণা করতে গিয়ে তিনি বলেন, রাজ্যের পাশাপাশি রায়গঞ্জ পৌর নির্বাচনেও সন্ত্রাস করবে শাসক দল। শাসকদলের এই সন্ত্রাস রুখতে তৃণমূল কংগ্রেস বাদে সমস্ত রাজনৈতিক দলের একত্রিত হয়ে লড়াইয়ের ময়দানে নামা উচিৎ। তৃণমূল ২২ থেকে ২৩ টি আসনে জয় লাভের কথা বললেও সন্ত্রাসমুক্ত ভোট হলে অন্য কেউ নয় বিজেপিই একক সংখ্যা গরিষ্ঠতা অর্জন করে রায়গঞ্জ পৌরসভায় বোর্ড গঠন করবে বলেও দাবি করেন নির্মল বাবু। এদিন ২৭ টি আসনের মধ্যে ২২ টি আসনে প্রার্থী ঘোষণা করা হয় জেলা বিজেপির তরফ থেকে। নির্মল বাবু বলেন, আমাদের ২৭ টি আসনেই প্রার্থী তালিকা প্রস্তুত কিন্তু ৫ টি ওয়ার্ডে শাসকদল বেশি করে সন্ত্রাস করবে বলে আমাদের আশঙ্কা। তাই প্রার্থীদের নাম ওই পাঁচটি ওয়ার্ডে এখন ঘোষণা করা হচ্ছে না। তবে আগামীকাল সোমবার ২৭ টি আসনেই মনোনয়ন পত্র জমা দেবেন প্রার্থীরা।

এক নজরে রায়গঞ্জ পৌরসভার বিজেপির প্রার্থী তালিকাঃ
১নং ওয়ার্ড : পার্থ দেবনাথ।
৩নং ওয়ার্ড : অর্পিতা মিত্র।
৪নং ওয়ার্ড : শঙ্কর চক্রবর্তী।
৫নং ওয়ার্ড : প্রশান্ত পাল।
৬নং ওয়ার্ড : পুষ্পল দেব।
৭নং ওয়ার্ড : উজ্জ্বল দাস।
৮নং ওয়ার্ড : অভিজিৎ যোশী।
৯নং ওয়ার্ড : মাধবী চন্দ।
১০নং ওয়ার্ড : প্রলয় সরকার।
১১নং ওয়ার্ড : ভূদেবচন্দ্র সিং
১৪নং ওয়ার্ড : অরিন্দম সরকার।
১৫নং ওয়ার্ড : প্রবীর বর্মা।
১৭নং ওয়ার্ড : নুপুর সাহা।
১৯নং ওয়ার্ড : প্রবীর ঘোষ।
২০নং ওয়ার্ড : মনজিৎ মজুমদার।
২১নং ওয়ার্ড : তিতান মুন্সি।
২২নং ওয়ার্ড : ভক্ত কুমার রায়।
২৩নং ওয়ার্ড : মৃন্ময় মজুমদার।
২৪নং ওয়ার্ড : পুরবী রায়।
২৫নং ওয়ার্ড : গোপাল রায়।
২৬নং ওয়ার্ড : অসিত ঘোষ।
২৭নং ওয়ার্ড : রাখী রায়।

Related News

Back to top button