Archiveবেঙ্গল লাইভ Special

সাইবার ক্রাইম আসলে কী? সাইবার আইন বিষয়টাই বা কেমন? প্রথম পর্ব।

NBlive ওয়েব ডেস্কঃ সাইবার ক্রাইম। সাম্প্রতিক কালে যা নাকি অত্যন্ত ভয়ঙ্কর রূপ নিয়েছে। বিভিন্ন ভাবে আর্থিক সহ সামাজিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে সাধারণকে। অজান্তেই এই সাইবার ক্রিমিনালদের ফাঁদে পা দিয়ে ফেলছি আমরাও। হয়ত হোয়াটস অ্যাপে প্রিয়জনদের গুড মর্নিং, গুড নাইট শুভেচ্ছা জানিয়ে আমরা এই ক্রিমিনালদের বাড়তি সাহায্য করে ফেলছি কখনও কখনও।

আবার এটিএম মেশিন থেকে টাকা তোলার সময় আমাদের ক্ষণিকের অসাবধানতার কারণে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যাচ্ছে আমার আপনার জমানো স্বল্প সঞ্চয়।

অনলাইন শপিং, বহুজাতিক সংস্থার মলে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড শোয়াইপ করে পেমেন্ট করার সময়ও আমাদের ব্যক্তিগত কিছু সিক্রেট সাইবার ক্রিমিনালদের হাতে চলে যাচ্ছে। কীভাবে যাচ্ছে? কী করে এই সাইবার হানা থেকে নিজেদের রক্ষা করব আমরা? কোনও কারণে সাইবার হানায় আক্রান্ত হয়ে পড়লে কোন পদ্ধতিতে নিজেদের রক্ষা করব? এমনই অনেক প্রশ্নের উত্তর নিয়ে nblive.in এসেছে আপনাদের সামনে । সঙ্গে থাকছে সাইবার ক্রাইম বিশেষজ্ঞ রাজর্ষি রায়চৌধুরী।

আজ প্রথম পর্ব।

সাইবার ক্রাইমের বিভিন্ন বিষয় নিয়ে থাকছে বিশেষ পর্ব। নজিরে রাখুন www.nblive.in

Related News

Back to top button