সাত জেলার উপাখ্যান : বর্ষ শেষে উত্তরের জানালায় উঁকি দিল এনবি লাইভ
Nblive ওয়েব ডেস্কঃ বছর আসে, বছর যায়। কালের যাত্রার নিঃশব্দ ধ্বনি হৃদয়ে জাগায় স্পন্দন। মনের কোণে উঁকি দেয় মন-খারাপের বুঁদবুঁদ। সে বেদনাকে শুকনো ফুলের মতো ছুড়ে ফেলে সবাই মাতোয়ারা নতুনের আহ্বানে। স্বাগতম্ ২০১৭ বলছি বটে। কিন্তু ২০১৬ কে ভুলি কেমন করে ! সময় তো নদীর মতো। তার বুকে দাগ কাটা যায় না। কিন্তু সে দাগ রেখে যায় আমাদের বুকে। কী দাগ রেখে গেল ২০১৬ ? বিদায় বেলায় তারই স্মৃতিচারণ ::
কোচবিহারঃ
একঃ পৃথক রাজ্যের দাবিতে চারদিন ধরে গ্রেটারদের আন্দোলন কোচবিহারে। রেল ও রাস্তা অবরোধ করে আন্দোলন চালিয়ে যান বংশীবদন ও তাঁর গ্রেটার পিপলস অ্যাসোসিয়েশন। চার দিনের মাথায় অবরোধ তুলতে পুলিশের লাঠিচার্জ।
দুইঃ প্রয়াত হয়েছেন কোচবিহারের সাংসদ রেণুকা সিংহ।
তিনঃ কোচবিহার লোকসভা উপনির্বাচনে বিপুল ভোটে তৃণমূলের জয়। নিশ্চিহ্ন বাম।
চারঃ মাধ্যমিকে প্রথম মাথাভাঙা হাইস্কুলের সৌভিক বর্মন। উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় কোচবিহারের জেনকিন্স স্কুলের নভোনীল দে।
পাঁচঃ বিধানসভা ভোটে জয়ী হয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী হলেন কোচবিহারের রবীন্দ্রনাথ ঘোষ।
আলিপুরদুয়ারঃ
একঃ ক্যাপিটাল এক্সপ্রেসে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্য হল দুই জন যাত্রীর। লাইন চ্যুত হয়ে হাড়িভাঙা নদীতে ক্যাপিটাল এক্সপ্রেসের ইঞ্জিন ও দুটি কামরা।
দুইঃ শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান হলেন আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তী।
তিনঃ বিধানসভা ভোটে নিশ্চিহ্ন বাম ও কংগ্রেস।
চারঃ স্বাধীনতার পর প্রথমবার বক্সা পাহাড়ে পৌঁছল বিদ্যুৎ।
জলপাইগুড়িঃ
একঃ প্রায় ২০৯ কোটি টাকার সাপের বিষ উদ্ধার। বন দফতরের তৎপরতায় ফ্রান্স থেকে চোরাইভাবে আনা সাপের বিষ উদ্ধার হয় জলপাইগুড়িতে।
দুইঃ চা বাগানের কোয়ার্টারে ঢুকে ভান্ডিবাড়ি চা বাগানের ম্যানেজারকে খুন।
তিনঃ ডুয়ার্সে ব্যোমকেশ পর্বের শুটিং-এ এসে চাঁদার জুলুমের মুখে পরিচালক অরিন্দম শীল।
দার্জিলিংঃ
একঃ ভারতের টেস্ট দলে স্থান শিলিগুড়ির উইকেট কিপার ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহার। ভারতের হয়ে সেঞ্চুরিও করেন তিনি।
দুইঃ বিধানসভা ভোটে বামেদের পালে হাওয়া। পাহাড় ও সমতল মিলিয়ে একটিও আসন দখল করতে পারেনি শাসকদল তৃণমূল কংগ্রেস।
তিনঃ দার্জিলিং-এর দুই কন্যার এভারেষ্ট জয়।
চারঃ বিমল গুরুঙ্গের সঙ্গ ছেড়ে তৃণমূলে যোগ জিটিএ চেয়ারম্যান প্রদীপ প্রধান ও হরকা বাহাদুর ছেত্রীর।
পাঁচঃ ফ্রান্স থেকে দার্জিলিং-এর পদ্মজা নাইডু চিড়িয়াখানায় তুষারচিতার আগমন।
ছয়ঃ প্রয়াত শিলিগুড়ির নির্দল কাউন্সিলর অরবিন্দ ঘোষ।
সাতঃ অর্জুন পুরস্কার পেলেন শিলিগুড়ির টেবিল টেনিস খেলোয়াড় সৌম্যজিৎ ঘোষ।
উত্তর দিনাজপুরঃ
একঃ কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ ইসলামপুরের বিধায়ক কানাইয়ালাল আগরওয়ালার।
দুইঃ করিম চৌধুরি হেরে যাওয়ায় নতুন মন্ত্রী পেল উত্তর দিনাজপুর। মমতার মন্ত্রীসভায় রাষ্ট্রমন্ত্রীর পদ পেলেন গোয়ালপোখরের বিধায়ক গোলাম রব্বানি।
তিনঃ রায়গঞ্জ জেলা হাসপাতালের সুপারকে মারধরের ঘটনায় অভিযুক্ত দুই চিকিৎসক।
চারঃ স্পোর্টস কমপ্লেক্স তৈরির কাজ শুরু রায়গঞ্জের কর্ণজোড়ায়।
পাঁচঃ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠান করতে এসে অসুস্থ হয়ে রায়গঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসাধীন বলিউডের গায়ক জুবিন গর্গ।
ছয়ঃ মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও নির্বাচনের পথ এড়িয়ে রায়গঞ্জ পৌরসভায় প্রশাসক পদে বসানো হয় এসডিও-কে। তার কিছুদিন পরেই যুগ্ম প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয় ইটাহারের বিধায়ক তথা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অমল আচার্যকেও।
দক্ষিণ দিনাজপুরঃ
একঃ বিপ্লব মিত্রকে সরিয়ে দক্ষিণ দিনাজপুরে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি করা হল শংকর চক্রবর্তীকে।
দুইঃ গঙ্গারামপুরে ট্রাফিক পুলিশের এক এএসআইকে মারধোরে অভিযুক্ত ৩ তৃণমূল নেতা।
তিনঃ তপনের রামপুর স্টেশনের কাছে ট্রেনের এমারজেন্সি খোলা জানলা দিয়ে বাইরে পড়ে বৃষ্টি ওরফে লিজা টুডু নামে ৫ বছরের শিশুকন্যার মৃত্যু।
চারঃ মাধ্যমিকে রাজ্যে যৌথভাবে চতুর্থ বালুরঘাট হাইস্কুলের দুই ছাত্র রত্নদীপ ভট্টাচার্য এবং রাজদীপ গঙ্গোপাধ্যায়।
পাঁচঃ মাদার টেরেসাকে সন্ত ঘোষণায় হরিরামপুরের নাকোর গ্রামে মনিকা বেসরার বিশেষ প্রার্থনা।
মালদাঃ
একঃ বিধানসভা ভোটে শাসকদল শূন্য মালদা।
দুইঃ বিধানসভা ভোটে হারলেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান পদ থেকেও সরিয়ে দেওয়া হল তাঁকে।
তিনঃ বামেদের দখলে থাকা মালদা জেলা পরিষদ দখল করল তৃণমূল।
চারঃ মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মুর্শিদাবাদ জেলা নিয়ে গঠিত হল নতুন মালদা ডিভিশন। বছর শেষের প্রাক্কালে নতুন ডিভিশনাল কমিশনারের পদে দায়িত্ব নিয়ে কাজ শুরু করলেন সুব্রত বিশ্বাস।