NBlive রায়গঞ্জঃ কমিউনিটি পলিসিং প্রোগ্রামের মধ্য দিয়ে সাধারণের চুরি যাওয়া অথবা হারিয়ে যাওয়া সামগ্রী ফিরিয়ে দিল উত্তর দিনাজপুর জেলা পুলিশ। বুধবার কর্ণজোড়ার পুলিশ লাইনে এক অনারম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে চুরি যাওয়া মোবাইল ফোন, সোনার অলঙ্কার ফিরিয়ে দেয় পুলিশ।
জেলা পুলিশ সুপার শ্যাম সিং বলেন, এই ধরণের অনুষ্ঠান জেলায় প্রথম। ডিএসপি সুরজিৎ দে-র নেতৃত্বে একটি বিশেষ দলকে সাধারণের চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের দায়িত্ব দেওয়া হয়েছিল। এদিন উদ্ধার হওয়া সামগ্রী সাধারণের হাতে তুলে দেওয়া হলো। এই কাজের ফলে পুলিশের প্রতি মানুষের আস্থা বাড়বে বলেই মনে করছেন পুলিশ সুপার।
এদিকে খোয়া যাওয়া সামগ্রী ফিরে পেয়ে খুশি সাধারণ নাগরিকেরা। অবসর প্রাপ্ত শিক্ষক তপন কুমার ঘোষাল বলেন, পুলিশের এমন উদ্যোগ প্রশংসনীয়। উল্লেখ্য, এদিন মোট ১৩টি মোবাইল ফোন ও সোনার অলঙ্কার ক্ষতিগ্রস্থদের হাতে তুলে দেওয়া হয়।