Archiveইসলামপুররায়গঞ্জ

সিপিএম নেতার মৃতদেহ উদ্ধার ডালখোলায়

NBlive ডালখোলাঃ সিপিএম নেতার মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার হেমন্তপুরে। বুধবার ভোরে ডালখোলা ১ নম্বর গ্রামপঞ্চায়েতের সিপিএমের প্রাক্তন উপপ্রধান লুৎফুর হকের মৃতদেহ উদ্ধার হয় হেমন্তপুর এলাকার নদীতে। সিপিআইএমের অভিযোগ, ডালখোলা ১ নং গ্রামপঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান লুৎফুর হককে খুন করে নদীতে ফেলে দেওয়া হয়েছে। অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবি তুলেছে সিপিআইএম। ঘটনাস্থলে পৌঁছেছে ডালখোলা থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ডালখোলা থানার পুলিশ।

Related News

Back to top button