NBlive ইসলামপুরঃ নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল তিন কিশোরী। দুই কিশোরীকে উদ্ধার করা সম্ভব হলেও একজন এখনও নিখোঁজ। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার রামগঞ্জের দোলঞ্চা নদীতে। নিখোঁজ কিশোরীর খোঁজে নদীতে তল্লাশি চালাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইসলামপুর থানার রামগঞ্জ ১ নং গ্রামপঞ্চায়েতের বাবরামগছ এলাকায় বাড়ি থেকে বেড়িয়ে তিন কিশোরী স্থানীয় দোলঞ্চা নদীতে স্নান করতে নামে। কিছুক্ষনের মধ্যেই গভীর জলে তলিয়ে যায় তিন কিশোরী। এদের মধ্যে কোহিনূর খাতুনকে কিছুক্ষণের মধ্যেই স্থানীয় বাসিন্দারা জীবিত অবস্থাতে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে।
প্রায় দুই ঘন্টা বাদে রোশুনা খাতুন নামে আরও একজনকে উদ্ধার করা হয়। তাকেও ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে এখনও নিখোঁজ হয়ে আছে আজমিরা খাতুন। তার খোঁজে নদীতে তল্লাশি চালাচ্ছে স্থানীয় বাসিন্দারা।