NBlive রায়গঞ্জঃ বিশ্ব মাদক বিরোধী দিবস পালিত হল উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদে।হেমতাবাদ থানা পুলিশের উদ্যোগে মাদক বিরোধী দিবস পালন করা হয় মঙ্গলবার। এদিন সকালে হেমতাবাদ থানা এলাকা থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।বিদ্যালয়ের ছাত্র- ছাত্রীরা ছাড়াও শোভাযাত্রায় অংশ নেন হেমতাবাদ থানার পুলিশেরাও।
Related News
Check Also
Close
-
আত্মঘাতী যুবক, হুমকি ফোনে টাকা দাবি, ঘনীভূত রহস্য15 July, 2023