
NBlive রায়গঞ্জঃ জাতীয় পথ নিরাপত্তা সপ্তাহের মাঝেই ৩৪ ও ৩১ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো তিনজনের। বুধবার ও গত মঙ্গলবারে পর পর তিনটি পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তিন জনের।
জানা গেছে, এদিন সকালে লরি মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে এক যুবকের। ঘটনা করণদিঘির ডুমরা ডাংগী চুয়াডাঙ্গা এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে। মৃত যুবকের নাম মিঠু মাহাতো। বাড়ি টুঙিদিঘির বারনগাঁও এলাকায়। ঘটনাস্থলে করণদিঘি থানার পুলিশ পৌঁছে যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনার জেরে স্থানীয় বাসিন্দারা জাতীয় সড়ক অবরোধ করে। পুলিশ এসে অবরোধ মুক্ত করে। ঘাতক গাড়িটিকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
এদিকে মঙ্গলবার বিকেলে ইসলামপুর অলিগঞ্জ এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে ট্যাঙ্কারের ধাক্কায় এক ভ্যান চালকের মৃত্যু হয়। মৃত ওই ভ্যান চালকের নাম সোম মার্ডি। মৃতের বাড়ি ডিমরুল্লা এলাকায়। অপরদিকে মঙ্গলবার ইসলামপুরের শ্রীকৃষ্ণপুর এলাকায় জাতীয় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় এক যুবকের। মৃত ওই যুবকের নাম মোহাম্মদ বাশির।