
Nblive রায়গঞ্জঃ ৭০তম প্রজাতন্ত্র দিবস উদযাপিত হলো উত্তর দিনাজপুরে। এদিন রায়গঞ্জের স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা শাসক অরবিন্দ কুমার মিনা। উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার সুমিত কুমার সহ অন্যান্য সরকারি আধিকারিকরা। ৭০তম সাধারণতন্ত্র দিবসে যে কোনও নাশকতামূলক হামলা এড়াতে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে জেলা পুলিশের পক্ষ থেকে। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এদিন স্টেডিয়াম মাঠে কুচকাওয়াজ, মার্চ পাস্ট, প্যারেড, সাংস্কৃতিক অনুষ্ঠান প্রদর্শিত হয়।