Archive

আজ জলপাইগুড়িতে সভা মুখ্যমন্ত্রীর


 

NBlive ওয়েব ডেস্কঃ জলপাইগুড়িতে সরকারি সভা করবেন মুখ্যমন্ত্রী। বুধবার জলপাইগুড়ি জেলার টিয়াবন গ্রাউন্ডে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাকে নিয়ে সরকারি সভা করবেন তিনি। সেখান থেকে বেশ কিছু প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। মঞ্চ থেকে উপভোক্তাদের পরিষেবাও প্রদান করবেন তিনি। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জলপাইগুড়ি সদরে রিজিওনাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি এদিন উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।

 

 

 

পাশাপাশি ১৫৫টি অঙ্গনওয়ারি কেন্দ্র সহ খাদ্য মজুত ভান্ডার, একাধিক বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়ন, চ্যাঙমারি চা বাগানে বালিকা আবাসন সহ একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন। জলপাইগুড়ির পাশাপাশি আলিপুরদুয়ার জেলাতেও বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করবেন এদিন মুখ্যমন্ত্রী। দুই জেলা মিলে প্রায় ২৪টি প্রকল্পের শিলান্যাস করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। এদিন সরকারি সভা থেকে কন্যাশ্রী, রূপশ্রী, কৃষিপাট্টা, নিঃশর্ত দলিল, হেলথ কার্ড, হেলমেট সহ একাধিক পরিষেবা প্রদান করবেন মুখ্যমন্ত্রী।

 

 

Related News

Back to top button